বাংলাদেশের সংসদ খুনে কসাই জিহাদ হাওলাদারকে আদালতে হাজির করল সিআইডি। বাংলাদেশের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের ঘটনায় গতকাল বনগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে কসাই জিহাদ হাওলাদারকে। আজ সকালে ধৃতকে নিয়ে বারাসত আদালতে পৌঁছায় সিআইডি। জানা যাচ্ছে সেখানে ধৃতকে নিজেদের হেফাজতে চাইবেন গোয়েন্দারা।

সিআইডি সূত্রে খবর, খুনের অন্তত দু’মাস আগে মুম্বই থেকে কলকাতায় আনা হয়েছিল কসাই জিহাদকে। তিনি জেরার মুখে স্বীকার করেছেন, সাংসদকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে। প্রথমে সাংসদকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়। তার পর দেহ কাটা হয় টুকরো টুকরো করে। হাড় এবং মাংস আলাদা করা হয়। চামড়া ছাড়িয়ে নিয়ে তাতে হলুদ মাখান অভিযুক্তেরা। যাতে বাইরে কেউ জিজ্ঞেস করলে বলা যায়, রান্না করার জন্য মাংস নিয়ে যাওয়া হচ্ছে। সেই দেহাংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে বলে এখনও পর্যন্ত জানতে পেরেছেন গোয়েন্দারা। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, কেন এই নৃশংস হত্যাকাণ্ড, তা জানতে ধৃতকে হেফাজতে চাওয়া হতে পারে বলে সূত্রের খবর।

সিআইডি সূত্রের খবর, গতকাল গ্রেফতার করার পর জিহাদকে ভাঙড়ের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আজিমকে খুনের পর সেখানেই দেহাংশ ফেলা হয়েছে বলে জেরায় উঠে এসেছে। কিন্তু রাতের অন্ধকারে সেখান থেকে কোনও দেহাংশই মেলেনি। তাই আজ ধৃত জিহাদকে দেহাংশ উদ্ধারের প্রয়োজনেই হেফাজতে চাইতে পারে সিআইডি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − eight =