গতকাল দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন । শেষ মুহূর্তে বুথে ঢুকে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করে তৃণমূল কাউন্সিলর সমীরণ দাস। এর প্রতিবাদ করায় বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি নেতা পৃথ্বীরাজ মুখার্জির। গুরুতর আহত পৃথ্বীরাজ মুখার্জি।

বুথের মধ্যে ফ্যান খারাপ হয়ে গিয়েছে। এই অভিযোগ শুনে বুথের ভিতর ঢোকে কামারহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীরণ দাস। এমনই অভিযোগ আহত বিজেপি নেতা পৃথ্বীরাজ মুখার্জির। সাথে আহত হয় অঙ্কন দত্ত,সোমনাথ মুখার্জি সহ বিজেপির আরো দুজন কর্মী।

তৃণমূল কাউন্সিলর সমীরণ দাসের মদতে কয়েকজন তৃণমূল কর্মীরা এসে ১১৮,১১৯ নম্বর বুথে এসে বুথ দখল করার চেষ্টা করে। আর এর প্রতিবাদ করায় বুথের সামনে বিজেপি কর্মীদের মারধর করে । এমনই অভিযোগ বিজেপির । প্রাণে মারার চেষ্টা বিজেপির। আতঙ্কিত আহত বিজেপি কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + 2 =