পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত হেমতপুর গ্রামের ঘটনা। নাম সুকুমার ঘোষ,বয়স আনুমানিক ৫৭বছর ,পেশায় তিনি একজন আলু ব্যবসায়ী,গত বৎসর আলু ব্যবসায় প্রচুর টাকা লস হয়, স্ত্রী ও মেয়ের সোনার গহনা বন্ধক দেন।
সেই ধাক্কা সামলাতে না সামলাতে এই বৎসর ও সেই ভাবে ব্যাবসা না হওয়ায় এরপর মানসিক অবসাদ গ্ৰস্থ হয়ে পড়েন। মানসিক অবসাদে বিষ বিষ খেয়ে আত্মঘাতী আলু ব্যাবসায়ী।
পরিবারের সদস্যরা ক্ষীরপাই হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসেন, শারিরীক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক অন্যত্র রেফার করেন।
যাওয়ার পথেই পরিস্থিতি আরও খারাপ হলে আবার ক্ষীরপাই হসপিটাল নিয়ে আসলে ঐ ব্যাক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ক্ষীরপাই আউটপোষ্ট পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − four =