বীরভূমের পারুই থানার হাটটিকরে গ্রামের স্থানীয় বাসিন্দা আনন্দ দাস।বীরভূমের প্রান্তিক স্টেশনের ওভারব্রিজে রং করার কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক।সেখানে তিনি বাঁশের মইয়ে উঠে রঙের কাজ করছিলেন।প্রত্যক্ষদর্শীদের দাবি ,কাজ করতে করতে হঠাৎ অসাবধানতাবশত পা পিছলে যায় ওই শ্রমিকের।শেখ থেকে তিনি পড়েন ট্রেনের হাই টেনশন তারের উপর।এরপর তারে পড়ে শক খেয়ে দূরে গিয়ে ছিটকে পড়েন ওই ব্যক্তি।তড়িঘড়ি বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালেই মৃত্যু হয় তার।
Home বীরভূমে ট্রেনের হাই টেনশন তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের।