শিরদাঁড়ার পর এবার আন্দোলনকারী চিকিৎসকদের হাতিয়ার মগজাস্ত্র। প্রতীকী ব্রেন নিয়ে মিছিল সামিল হয়েছেন আরজি করের আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য স্বাস্থ্যভবনের কর্তাদের সুবুদ্ধি ফিরুক। ব্যানারে লেখা হয়েছে স্বাস্থ্যে সিন্ডিকেট রাজের ঘুঘুর বাসা গুঁড়িয়ে দাও। প্ল্যাকার্ডে লেখা হয়েছে উৎসবে ফিরছি না। স্লোগান উঠেছে ধর্ষকদের শাস্তি দাও, নইলে শাসক বিদায় নয়। স্বাস্থ্যভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের, ব্রেনের মডেলে মালা ঝুলিয়ে প্রতীকী আন্দোলনে নেমেছে চিকিৎসকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − thirteen =