শনিবার মধ্যমগ্রাম দক্ষিণ বঙ্কিমপল্লীতে একটি তৈরি হওয়া আবাসন থেকে মা ও মেয়ে ৫ তলা থেকে পড়ে গিয়ে আহত মা ও মেয়ে।মা গৌরী ধর এর বয়স ৩৮ বছর এবং মেয়ে স্বস্তিকা ধর, বয়স ১০ বছর।দুজনেই বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন।একজন বারাসতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আর একজন বারাসত হাসপাতালে ভর্তি।ঘটনার পরই ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ।যে দুজন আহত হয় তাদের জমিতেই আবাসনটি হচ্ছিলো।আর সেই আবাসনে বিশ্বকর্মা পুজোর দিন ছাদে উঠে দেখতে গিয়ে আবাসনের মাঝখানে যেখানে এয়ার পাশ করার ফাকা জায়গা ছিলো,সেখানে বাচ্চাটি প্রথমে দেখতে গিয়ে পরে যায়। মা তার সন্তানকে ধরতে গিয়ে পরে যায়।বর্তমান দুজনেই চিকিৎসাধীন।এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।বিশ্বকর্মা পুজোর দিন এমন একটা ঘটনায় আবাসন কর্তৃপক্ষ স্তম্ভিত। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ এসে ক্ষতিয়ে দেখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − 2 =