সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুনাল ঘোষ দাবি করছেন বাংলায় ৩০ আসনের বেশি পাবে তৃণমূল। সব বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি, কিছুক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে। মমতা অভিষেকের সৈনিকেরা বিভ্রান্ত হবেননা। গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন, মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই দাবি করেছেন কুনাল ঘোষ।

গতকালই শেষ হয়েছে দেশের সাত দফার লোকসভা ভোট। ফল ঘোষণা আগামী ৪ জুন। কিন্তু সপ্তম দফার ভোট গ্রহণের পরই প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই দেখানো হয়েছে, তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসছেন প্রধানমন্ত্রী। আর এরপরই আজ এক্স হ্যান্ডেলে বাংলায় ৩০ আসনের বেশি পাবে তৃণমূল এমনই দাবি করেছেন কুনাল ঘোষ। পাশাপাশি তিনি আরও বলেন যে মমতা অভিষেকের সৈনিকেরা বিভ্রান্ত হবেননা। গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন, মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছে, দাবি কুনাল ঘোষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + eight =