হঠাৎই গাছের ডাল ভেঙে শিশু মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। শুক্রবার মালদহের হবিবপুর থানার আইহো জাদবনগর মাঠের কাছে ঘটনাটি ঘটে। ইতিমধ্যে গাছের ডাল কেটে শুরু হয়েছে কাজ ওই গাছকাটা কর্মীরা গাছের নিচে থাকা বাচ্চাদের সড়িয়ে দেয় যাতে কোন দুর্ঘটনা না ঘটে হঠাৎই সেই মুহূর্তে গাছের পাতা কুড়োতে এসে দুটো বালক গাছের নিচে চাপা পড়ে যায়। একজন অল্পের জন্য বেঁচে যায় এবং অপরজন গাছের ডালে চাপা পড়ে গুরুতর অবস্থায়তাকে এলাকাবাসী উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠায়, সেখানে চিকিৎসক ওই নাবালককে মৃত বলে জানিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ সহ গ্রাম পঞ্চায়েত সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। ঘটনাটি ঘটে আইহো অঞ্চলের যাদব নগর মাঠে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হবিবপুর থানার পুলিশ তদন্ত শুরু করে, মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ পাঠানো হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বালকের নাম হিজাত সবজি বয়স(৬) বাড়ি আইহো শুকনগর এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + four =