অসাবধানতা বশত বাজি ফাটানোর সময় হঠাৎই বিপত্তি! বিস্ফোরণে শিশুর দুই চোখে গুরুতর আঘাত।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর ব্লকের ৠষিপুর অঞ্চলের দেবীনগর এলাকায়। তরিঘরি পরিবারের লোকেরা আহত শিশুটিকে স্থানীয় বুলবুলচন্ডী গ্রামীন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে রেফার করে দেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
পাশাপাশি জানা যাচ্ছে সকালে ওই শিশুটি বাড়ি থেকে বেরিয়ে একটি মাঠে বাজি ফটকা ফুটাচ্ছিল তখনই বাজির বিস্ফোরণে তার দুটি চোখে আঘাত হয়। বর্তমানে শিশুটির দুটি চোখ খুলতে পারছে না। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আনা হয় শিশুটিকে চিকিৎসার জন্য। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনার পুলিশ তদন্তে নেমেছে।
তবে আগামী সপ্তাহে মালদহের হবিবপুরে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা তার আগে এই বাজি বিস্ফোরণ। এর নেপথ্যে কি রয়েছে আসলে বাজি না অন্য কিছু তার তদন্তে নেমেছে মালদহের হবিবপুর থানার পুলিশ।