ফের বিভিন্ন দল ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান। মালদহের সুজাপুর বিধানসভা কেন্দ্রের গয়েশবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমটির পক্ষ থেকে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে কংগ্রেস ও বিজেপি ছেড়ে প্রায় ২০০ জন কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ একাধিক নেতৃবৃন্দ।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে আজ কংগ্রেসে প্রায় দুই শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। অপরদিকে কংগ্রেস ছেড়ে আসা তৃণমূলে যোগদানকারীরা জানান তারা দলে থেকে যোগ্য সম্মান পাচ্ছেন না ও মানুষের জন্য উন্নয়ন করতে পারছেন না তাই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কার্যত পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের যোগদান করায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পেল শাসক শিবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =