ফের মালদহের গাজোলে ফের শাসকদলের অস্বস্তি বাড়ালো বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে গাজোলের বাবুপুর গ্রাম পঞ্চায়েতের রাজনগর এলাকায় প্রায় ১ শতাধিকেরও বেশি কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। একদিন সন্ধ্যায় গাজোল বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের বিধায়ক চিন্ময় দেব বর্মনের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানেই ২০টি পরিবারের কমপক্ষে ১০০ জনের হাতে দলীয় ঝান্ডা তুলে দিয়ে বিজেপি দলে স্বাগত জানান স্থানীয় বিধায়ক। গাজোলের রাজনগর এলাকায় বিজেপির এই যোগদান কর্মসূচির বিষয়টি জানাজানি হতেই চরম রাজনৈতিক সমালোচনা শুরু হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাফ বক্তব্য, তাঁদের দলের কেউই বিজেপিতে যোগ দেয়নি। এগুলি সবই বিরোধীদল বিজেপির নাটক।
পাশাপাশি গাজোলের
বিজেপি দলের বিধায়ক চিন্ময় দেব বর্মন জানিয়েছেন, এদিন প্রায় কুড়িটি পরিবারের ১০০র বেশি কর্মী সমর্থকরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। তাদেরকে সসম্মানে দলীয় ঝান্ডা তুলে দলে স্বাগত জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 11 =