পঞ্চায়েত নির্বাচনের আগে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার রায়পুরে। যার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। স্বর্ণ ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাত্রে একটি বিকট আওয়াজে তাদের ঘুম ভাঙ্গে। বাইরে বেরিয়ে আসতে গেলে তারা দেখতে পান তাদের বাড়ির ছাদে আগুন জ্বলছে। ইতিমধ্যেই তারা ছাদের উপরে এসে তরিঘরি নিজেদের প্রচেষ্টায় আগুন নেভায়। পরবর্তীতে বৈষ্ণবনগর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।
পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ী সুশান্ত লালা জানান, তাদের সাথে কারোরই কোনোরকম শত্রুতা নেই তারপরেও এহেন ঘটনা কে বা কারা ঘটালো তা তারা বুঝতে পারছেন না। তবে ঘটনার পর একটি মোটরসাইকেলের আওয়াজ তারা শুনতে পান। ইতিমধ্যেই বৈষ্ণবনগর থানার পুলিশ ওই বোমার নমুনা সংগ্রহ করেছে।
পুলিশ জানিয়েছে, বোমা গুলি পেট্রোল বোমা। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =