মানব পাচার রুখতে শনিবার মালদহের কালিয়াচক এক নম্বর ব্লকের শাহাবাজপুর বিকাশ মিশন হাই স্কুলে বিএসএফের তরফে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হলো। মূলত মানব পাচার রুখতে ছাত্র-ছাত্রীদের কর্মশালের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে অবগত করা হয়। বর্তমান সমাজে বিশেষ করে অল্প বয়সী কিশোরীদের বিভিন্ন বিভিন্ন প্রলোভনে ফাঁসিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয় কিছু মানব পাচার লোকজনেরা।

শনিবার এই মানব পাচার রুখতে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের সদস্যরা স্কুলে সচেতনতা মূলক স্কুলের ছাত্রীদের নিয়ে কর্মশালা করলেন। পাশাপাশি এ দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহদীপুর বিএসএফ ক্যাম্পের আধিকারিক কপিল চতুর্বেদী সহ অন্যান্য আধিকারিকেরা। যদিও এ কর্মশালার বিষয়ে বিকাশ মিশন স্কুলের প্রধান শিক্ষক জানান এটা অত্যন্ত জরুরি ছিল ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে প্রত্যেককে অবগত হওয়া দরকার এখন থেকেই সে পরিপ্রেক্ষিতে বিএসএফের তরফে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের সদস্যরা আজকে এই সচেতনতা মূলক শিবির করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + ten =