মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্গত ফততেনগর গ্রামের শতাধিক মহিলা আবাস যোজনার তালিকায় নাম না থাকায় মানিকচক ব্লক প্রশাসনের দ্বারস্থ গ্রামের মহিলারা। গ্রামের মহিলাদের অভিযোগ সরকারিভাবে আবাস যোজনার ঘরের তালিকা বের হলেও তাদের নাম নেই, এমনকি গ্রামজুড়ে কোনরকম সার্ভেও হচ্ছে না। যারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পাচ্ছে না। তাদের দাবি গোটা বিষয়টি প্রশাসনের তরফে খতিয়ে দেখা হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 6 =