মালদায় ইন্দিরা আবাসন যোজনা ঘর না পাওয়ায় গ্রামবাসীরা ক্ষোভ উগরে দিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। হবিবপুর বুলবুলচন্ডি অঞ্চল অফিসের সামনে মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করে। বৃহস্পতিবার দুপুরে এই পথ অবরোধ কর্মসূচি। গ্রামবাসীদের অভিযোগ,” যাদের দোতলা বাড়ি বা পাকা বাড়ি রয়েছে তারা পাচ্ছে ঘর আমরা কেন পাব না ”এরই দাবিতে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। আমাদের ঘর পাওয়ার কথা কিন্তু তারপরও আমরা ঘর পাচ্ছি না আর যাদের পাকা বাড়ি তারা ঘর পাচ্ছে এমনই অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। বুলবুলচন্ডী অঞ্চলের বিভিন্ন এলাকা সহ কচুপুকুর, ঝিনিপুকুর এলাকার অনেকেই বাড়ি পাইনি।আবার অনেকের নাম লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। আমাদের দাবি আমাদের ঘর দিতে হবে। এদিকে হবিবপুর ব্লকের ভিডিও সুপ্রতিক সাহা নির্দেশে ব্লকের জয়েন্ট ভিডিও আবির দত্ত অবরোধকারী ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের সাথে কথা বলেন। গ্রামবাসীদের দাবি অনুযায়ী জয়েন বিডিওর সামনেই আবার নতুন করে যাদের ঘর প্রয়োজন তাদের নামের লিস্ট করা হয়,অবশেষে ব্লক প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়।প্রায় ঘণ্টাখানেক পরে অবরোধ তুলে নেয় রাজ্য সড়ক স্বাভাবিক হয় যান চলাচল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 11 =