জানা গিয়েছে চলতি মাসের ২৩ শে জানুয়ারি গভীর রাতে পুরাতন মালদার মহিষবাথানী অঞ্চলের সাঞ্জাইল গ্রামের এক কৃষককে বাঁশ দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে খুন করার পর পুকুরের জলে ফেলে দেয়। এরপরই পরিবারের তরফে মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে মূল অভিযুক্ত সহ আরও এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কৃষককে যে খুন করেছে সে তার নিজের ভাইপো। অভিযুক্তদের গতকাল মালদা জেলা আদালতে সাত দিনের পুলিশি হেফাজতে নিয়েছে মালদা থানার পুলিশ। তবে এই ঘটনার পেছনে আর কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছেন মালদা থানার পুলিশ।