মালদা জেলার চাঁদ্দমুনি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমারিয়া প্রাইমারি স্কুলে দূষিত জলেই রান্না হচ্ছে মিড্ ডে মিল। এই মিড্ ডে মিল খেয়ে গত একমাসে অসুস্থ প্রায় সাত জন শিশু। গ্রামবাসীদের অভিযোগ, এই জলে কাপড় কাচলে সাদা কাপড়ের রঙ লাল হয়ে যায়। অথচ এই দূষিত জলই দিনের পর দিন স্কুলের বাচ্চারা খাচ্ছে। বছরের পর বছর পেরিয়ে গেলেও পরিশুদ্ধ পানীয় জল মেলেনি। প্রধান শিক্ষক জানান বার বার বিডিও ও পঞ্চায়েতকে লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। কার্যত স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা।