অবশেষে লটারির টিকিটে এক কোটি এক লক্ষ্য টাকা পেলেন পেশায় রাজমিস্ত্রি হতো দোরিদ্র চাঁদ মোহাম্ম্মদ বয়স ৩৬ বছর। তার তিন ছেলে মেয়ে সবাই নাবালক,স্থানীয়রা জানান রাজমিস্ত্রির কাজ করে যত টাকা রোজগার করে প্রায় সবই লটারির টিকিট কেটে টাকা শেষ করে দিতেনএমনকি তার জায়গা জমি যা ছিল সবই এই লটারির টিকিট কেটে শেষ করেছিলেন। তাই এবার আর যেন লটারি টিকিট না কাটেন সেই বার্তা দিচ্ছেন এলাকা বাসি , লটারির বিজেতা চাঁদ মোহাম্মদ জানান তিনি আর লটারির টিকিট কাটবেন না। তিনি এবার তার বাড়ির ছোট্ট মুদির দোকান চালানোর কথা জানিয়েচেন। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার সন্তোষপুরের একেবারে গ্রাম্য এলাকায়, চাঁদমুহাম্মাদ লিটারির টিকিটে কোটি পতি হওয়ার পরে গ্রামবাসীদের ভিড় জমেছে তার বাড়িতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + fifteen =