রাজবংশী উত্তরীয় পরিয়ে, হাতে গুয়াপান দিয়ে নিজের বাড়িতে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বাড়ির বাইরেই অপেক্ষা করছিলেন বিজেপি রাজ্যসভার সংসদ তথা অনন্ত মহারাজ। অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

মদনমোহন মন্দিরে পুজো দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ছোটে চকচকার দিকে। মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য বাড়ির বাইরেই অপেক্ষা করছিলেন অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রী সেখানে এসে পৌঁছতেই ছুটে এসে তাঁকে অভ্যর্থনা জানান তিনি। গলায় পরিয়ে দেন রাজবংশী উত্তরীয়। হাতে তুলে দেন রাজবংশী ঐতিহ্যবাহী গুয়াপান।

আজ কোচবিহারের মদন মোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে জয়ের পর কোচবিহারের মানুষকে ধন্যবাদ জানাতে ও মদন মোহন মন্দিরে পুজো দিতে গতকাল রাতেই কোচবিহারে পা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপ পুজো দিয়েই বিজেপি রাজ্যসভার সংসদ তথা অনন্ত মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তার বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 7 =