ভর সন্ধ্যায় রানাঘাটে (Ranaghat Double Murder) জোড়া খুন। ব্যবসায়ী ও তাঁর গাড়ির চালককে কুপিয়ে খুন। নির্মীয়মাণ বাড়িতে ২জনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। নিহত ২জনের মাথা-মুখে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে বলে সূত্রের খবর। দুপুরে ফোন করে কারা ডেকে নিয়ে গিয়েছিল? তদন্তে রানাঘাট থানার পুলিশ।

নিহত সুমন চক্রবর্তী পেশায় ব্যবসায়ী- বছর চল্লিশ বয়স। আততায়ীদের হাতে নিহত ব্যবসায়ীর গাড়ির চালক রূপক দাস, তাঁর বয়স বছর ৩৪। দুজনের বাড়ি রানাঘাট পুর এলাকায়। সূত্রের খবর, সকাল ১১টায় বেরোন দুজনেই। তারপর বাড়ির লোক খবর পান রানাঘাট এলাকায় আলোলিয়া অঞ্চলে এক নির্মীয়মান বাড়িতে ২জনের দেহ পড়ে রয়েছে বলে খবর পান বাড়ির লোক (Crime News)।

আত্মীয় মেঘনাদ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁদের দুপুরে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। কে বা কারা ফোন করেছিল। কেন বেরিয়ে গিয়েছিল। কেউ জানে না। পরে তাঁরা খবর পান যে একটি দুর্ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + seventeen =