গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার দুমকা রামপুরহাট রোডের সূড়িচূয়া মাস্তান মোড় থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ জন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো রামপুরহাট থানার পুলিশ। দুষ্কৃতীদের মধ্যে তিন জনের বাড়ি রামপুরহাটের বিভিন্ন ওয়ার্ডের, একজনের বাড়ি মল্লারপুরে ও অপর একজনের বাড়ি নদীয়ার রানাঘাটে। দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয়েছে কাঠের হাতল যুক্ত একটি দেশী পাইপগান, লোহার ব্যারেল, গুলি করার পিন, সাইকেলের চেন, লোহার ভোজালি, লোহার ছুরি, ও লোহার রড প্রভৃতি উদ্ধার করেছে রামপুরহাট থানার পুলিশ। কার্যত গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।