গোপন সূত্রে খবর পেয়ে, রামপুরহাট থানার পুলিশ দুই যুবককে গ্রেফতার করল। ধৃত যুবকের থেকে উদ্ধার হয়েছে ৬ টি মোবাইল,১ টি ল্যাপটপ,ও ১০ হাজার টাকা। গতকাল রবিবার রাতে রামপুরহাট থানার পুলিশ রামপুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এর মাদ্রাসা পাড়া এলাকা থেকে ,সুরোজ শেখ ও কিরণ শেখ নামে দুই যুবক কে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া দুই যুবক দুই ভাই ,তাদের বাড়ি মারগ্রাম থানার তেতুলিয়া গ্রামে,তারা ভাড়া বাড়ি নিয়েই রামপুরহাট শহরে বসবাস করছিল।