কচুজোড় রেল স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বৃহস্পতিবার সকাল থেকে তারা এই ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। সকাল থেকেই অন্ডাল রামপুরহাট যে লোকাল ট্রেন রয়েছে সেই ট্রেনটি অবরোধ করে রেল লাইনের উপর বসে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকার বাসিন্দাদের বিভিন্ন জায়গা যাওয়ার জন্য আগে যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি এখন রেল কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে এবং তার পরিবর্তে একটি আন্ডার পাশ তৈরি করেছে। কিন্তু বারবার সেই আন্ডারপাস জলে ডুবে যাচ্ছে সামান্য বৃষ্টিতে। গত দুদিনের যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে এখন আন্ডার পাস নদীর মতো জল জমে পারাপারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে এই এলাকার পাশে থাকা বিভিন্ন গ্রামের বাসিন্দাদের ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে। ঘুর পথে যাতায়াত করার ফলে বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। সাধারণ মানুষেরা ছাড়াও সমস্যার সম্মুখীন হচ্ছেন স্কুল পড়ুয়ারা। এরই প্রতিবাদে এই ট্রেন অবরোধ। ঘটনার পরিপ্রেক্ষিতে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − five =