শিয়ালদা দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার ও গুরুদাস নগরের মাঝে লালবাটি রেলগেটের কাছাকাছি রেললাইনে ফাটল।বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ ডায়মন্ড হারবার শিয়ালদাগামী যাত্রী বোঝাই লোকাল ট্রেন। ডায়মন্ড হারবার রামচন্দ্রপুরের বেশ কিছু যুবক তারা ফুটবল খেলে গুরুদাস নগর স্টেশনে নামেন রেললাইন ধরে হেঁটে হেঁটে, তারা রামচন্দ্রপুরে আসার পথে হঠাৎ লক্ষ্য করেন রেললাইনের ফাটল। ঠিক তখন, অন্যদিক থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল ডায়মন্ডহারবার শিয়ালদা আপ ট্রেন ট্রেনটি। সেই সময় ওই যুবকগুলি তাদের কাছে থাকা লাল জার্সি ওড়াতে থাকে। তাদের মধ্যে একজন ছুটে যায় স্টেশন মাস্টারের কাছে। লাল জার্সি দেখে চালক ট্রেনটি গতি কমিয়ে দেন। তারপরে আর ট্রেনটি থামিয়ে দেন একেবারে লাল বাটির গেটের উপর। ৪: ৫০ মিনিটে ওই ট্রেনটি ডায়মন্ড হারবার থেকে ছেড়ে শিয়ালদায় যাচ্ছিল। ঘটনাস্থলে আসেন রেলের মেকানিক, তারা ৬ টা নাগাদ লাইনটি সংস্কার করে ছেড়ে দেওয়ার সিগন্যাল দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − eighteen =