সোমবার দুপুরে জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়কে লরির ধাক্কায় এক বাইক চালক যুবককের মৃত্যু হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানিয়েছে, মৃতের নাম রাজেস রায়(২০)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার তেঘড়ীতে। এদিন বাইকে করে লালগোলার দিকে যাওয়ার সময় লরির ধাক্কায় তিনি ছিটকে পড়ে। তারপর তার উপর দিয়ে লরি চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়েগেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।