লাঠি, ত্রিশূল, গদার পর এবার দিলীপ ঘোষের হাতে দেখা গেল হকি স্টিক। বর্ধমানেরে একটি ক্লাবের মাঠে হকি খেলতে দেখা গেল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। তাৎপর্যপূর্ণভাবে এদিন দিলীপ ঘোষের হাতে হকি স্টিক ও বল তুলে দেন বিজেপি থেকে বহিষ্কৃত নেতা।

এদিন সকালে বর্ধমানে প্রাতঃভ্রমণের সময় দিলীপ ঘোষের চা চক্রে ছিলেন না বর্ধমান দুর্গাপুরের সাংগঠনিক জেলা সভাপতি। বদলে ছিলেন সাংগঠনিক জেলা সভাপতির বিপক্ষ বলে পরিচিত প্রাক্তন জেলা সভাপতি। সেই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ তিনি বলেন, এটা কোন পার্টির প্রোগ্রাম নয়, দিলীপ ঘোষের প্রোগ্রাম। পাশাপাশি এদিন একাধিক বিষয়ে ফের শাসকদলকে নিশানা করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 1 =