ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকালের যাত্রাপথ কাটছাঁট করায় ক্ষোভ। কাজের দিন অফিস টাইমে শিয়ালদা-বনগাঁ শাখার অশোকনগর স্টেশনে রেল অবরোধ। যাত্রীদের অভিযোগ, প্রায় দিনই বনগাঁ-মাঝেরহাট লোকাল বারাসাত পর্যন্ত করে দেওয়া হচ্ছে। যার জেরে আপ ও ডাউন লাইনে একের পর এক ট্রেন আটকে। এর ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + seventeen =