আমেরিকায় নাচ বিলে পড়তে গিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃত্যু ১৮ দিন পরে কাঁথির সাংসদ শিশির অধিকারীর সহযোগিতায় ভারত সরকার ও আমেরিকার যৌথ উদ্যোগে মৃত পুত্রের দেহ ফিরে পেলেন বাবা। জানা গিয়েছে ওই ছাত্র বিনয় কুমার জানা বয়স ২৬, বাড়ি রামনগর থানার পিছাবনীর সটিলাপুর এলাকায়। তিনি আমেরিকায় নাচ বিলে ইঞ্জিনিয়ারিং -এ পাঠারত ছিলেন, গত 6 জানুয়ারি মৃত্যু হয় ওই ছাত্রের। পরিবারের লোকজন ১১ই জানুয়ারি জানতে পারেন। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নই।

জানা গিয়েছে গত 4ঠা জানুয়ারি বিনয়ের জন্মদিন অনুষ্ঠান ছিল সেখানে তার বন্ধু-বান্ধবরা কেক নিয়েও জন্মদিন অনুষ্ঠান পালন করে। পরে 6ই জানুয়ারি তার মৃত্যু হয়। পরিবারের লোকেরা ১১ই জানুয়ারি ফোনের মারফতে জানতে পারেন যে বাড়িতে তারা ভাড়া থাকতেন সেখানেই তার মৃত্যু হয়েছে। পরিবারের কথায় ২৭শে জানুয়ারি বিনয়ের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু বাড়িতে বিনয়ের নিথর দেহ ফিরতেই কান্নায় ভেঙে পরে পরিবার। মৃত ছাত্রের বাবা তিনি জানিয়েছেন যে সাংসদ শিশির অধিকারী না থাকলে এবং স্থানীয় প্রধান ও স্থানীয় লোকজন না থাকলে হয়তো ছেলের মুখটাই দেখাই হতো না। যার কারণে স্থানীয় প্রধান ও শিশির অধিকারীকে কৃতজ্ঞতা জানিয়েছেন মৃত ছাত্রের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 1 =