সাইকেল নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু হল তেরো বছরের শিশুর। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে মালদা জেলার গাজোল থানার পাণ্ডুয়ার ঝিকড়া এলাকায়। মৃত শিশুর নাম মতি শেখ বয়স(১৩) বছর। বাড়ি গাজোল থানার পান্ডুয়া হাইরোডপাড়া এলাকায়। পরিবার রয়েছে বাবা সাইদুল শেখ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো আজ সকালে ওই শিশু সাইকেল নিয়ে রাস্তা পারাপার হচ্ছিল। সেই সময় গাজোল থেকে একটি লরি মালদা দিকে আসছিল। তখনই ওই শিশুকে ধাক্কা মারে লরিটি। স্থানীয় বাসিন্দা এবং ৩৪ নং জাতীয় সড়কের কর্মীরা তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। জরুরি বিভাগে চিকিৎসকেরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শিশুর পরিবারসহ গোটা গ্রামে।