পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের আছড়া যজ্ঞেশ্বর ইনসস্টিটিউশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও আছড়া রায় বলরাম গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৫৩৭ জন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো সবুজ সাথী সাইকেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনগ্রসর কল্যাণ দপ্তরে আধিকারিক শুভাশীষ মিশ্র সহ আছড়া যজ্ঞেশ্বর ইনসস্টিটিউশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,আছড়া রায় বলরাম গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, এবং সমাজসেবী সহ আরো অনেকে।