‘সিত্রাং’ মোকাবিলার জন্য প্রস্তুত রাজ্যের দমকল দফতর বা অগ্নি নির্বাপন দফতর দাবি মন্ত্রী সুজিত বোসের।এদিন সেই নিয়ে সাংবাদিক বৈঠক করলেন দমকল মন্ত্রী সুজিত বোস।সল্টলেকে বিকাশ ভবনে দমকল দফতরে তিনি সাংবাদিকদের জানালেন,যে সাইক্লোন আসার কথা রয়েছে,তার জন্য ফায়ার সার্ভিস ও ইমারজেন্সি বিভাগ তৈরি আছে।দফতরের সমস্ত কর্মীদের সবার ছুটি বাতিল করা হয়েছে।৪৬ টি টিম তৈরি করা হয়েছে।উপকূল এলাকা ওপর বাড়তি নজরদারি রাখা হচ্ছে।কন্ট্রোল রুম তৈরী করা হয়েছে।কন্ট্রোল রুম ২৪ ঘন্টা খোলা থাকবে।পুজো উদ্যোক্তাদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছি।দেওয়া হয়েছে কন্ট্রোল রুম নম্বরও।নম্বরগুলি হলো -০৩৩-২২২৭৬৬৬৬/০৩৩-২২৫২১১৬৫/০৩৩-২২৫২৬১৬৪