সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীদের জন্য সুখবর। পুজোর বোনাসের পর এবার বাড়ল অবসরকালীন ভাতা। নবান্নের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, আগে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীরা অবসরকালীন ভাতা হিসাবে পেতেন ৩ লক্ষ টাকা। এবার থেকে সেটা বেড়ে হবে ৫ লক্ষ টাকা। চলতি বছরের এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে এই নির্দেশিকা। প্রসঙ্গত,২০২০ সালে ঘোষণা করা হয়, ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করলে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীরা এককালীন অবসরভাতা হিসাবে পাবেন ৩ লক্ষ টাকা। এর পর একাধিকবার ওই অবসর ভাতা বাড়ানোর দাবি এসেছে।অবশেষে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে অবসর ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 18 =