স্বাধীনতা দিবসের দিনেই ২ লক্ষ টাকার জালনোট সহ এক যুবক গ্রেপ্তার মুর্শিদাবাদে।গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ।মঙ্গলবার সামশেরগঞ্জ থানার ধূলিয়ান রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম মাসুদ শেখ(২০)। তার বাড়ি সামশেরগঞ্জের ধূলিয়ান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের লালপুরে। ধৃত যুবকের কাছ মোট ৪০০ পিস ৫০০ টাকার নোট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সামশেরগঞ্জ থানা প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলন করে ফরাক্কার এসডিপিও রাসপ্রীত সিং জানান, জালনোটগুলো মালদার বৈষ্ণবনগরের দিক থেকে ধূলিয়ানের দিকে নিয়ে আসছিল ওই যুবক। কাকে দেওয়ার জন্য এবং কি উদ্দেশ্যে জালনোট গুলো নিয়ে এসেছিলো যুবক তা তদন্ত করে দেখা হচ্ছে। বুধবার সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠাবে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =