শনিবার দুপুরে রবীন্দ্র সেতুর উপর ২৮ ও সরকারী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে সূত্রের খবর। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। এদিকে এই ঘটনায় হাওড়া ব্রিজের উপর বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। জানা গিয়েছে, ২৮ নম্বর বাসটি কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। সরকারী বাসটি হাওড়া বাস ট্যার্মিনাল থেকে বেরোনোর সময় দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কর্মরত ট্র্যাফিক পুলিশ আধিকারিকরা। ক্রেনের সাহায্যে দুটি বাসকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 15 =