আজ ২৫শে ডিসেম্বর বড়দিন এই দিনই এলাকার মানুষদের হারিয়ে যাওয়া মোবাইল নিয়ে হাজির স্বয়ং সান্তা ওরফে সিভিক ভলেন্টিয়ার। সান্তা নিজেই মোবাইলগুলি তুলে দিল মালিকের হাতে। বড়দিনে এমন ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর থানায়। এই দিন পাণ্ডবেশ্বর থানায় “ফিরে পাওয়া” কর্মসূচিতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৭ টি মোবাইল উদ্ধার করে সেগুলিকে মালিকদের ফেরত দিল পুলিশ। থানা চত্বরে “ফিরে পাওয়া” কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসিপি, সিআই, থানার আধিকারিক সহ থানার অন্যান্য আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =