হাসপাতালে ভর্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজই হবে অস্ত্রপচার। জানা গিয়েছে আজ সকালেই EM বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর আজই তার একটি মাইক্রো সার্জারি হতে পারে। অস্ত্র প্রচারের পর বিশেষ কোনো জটিলতা তৈরি না হলে এদিন বিকেলের মধ্যে ডিসচার্জ করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

দিন কয়েক আগেই এক্স হ্যান্ডেলে ছোট্ট বিরতির বার্তা দিয়েছিলেন অভিষেক। এবং এই বিরতির সময় তিনি বাংলার মানুষ ও বিভিন্ন সম্প্রদায়ের চাহিদাগুলি আরও গভীরভাবে বোঝার চেষ্টা করবেন বলেই জানিয়েছিলেন এক্স হ্যান্ডেলে। এরপর যদিও গত শুক্রবার তাকে আমতলায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গিয়েছে। লোকসভা নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন রেকর্ড ব্যবধানে জয়ী হওয়ার পর ডায়মন্ড হারবারের মানুষের সঙ্গে বিজয় উৎসব পালন করবেন এবং সেই প্রতিশ্রুতি পালনেই আমতলায় তৃণমূল কর্মী সমর্থকদের কাছে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর আজ সকালে কলকাতার ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তবে ঠিক কিসের জন্য এই মাইক্রো সার্জারি তা এখন স্পষ্ট জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =