হুগলী-চুঁচুড়া পুরো এলাকায় বাজার বন্ধের নয়া নির্দেশিকা।

হুগলি জেলার করোনা পরিস্থিতির উদ্বেগজনক।এই ক্রমবর্ধমান পরিস্থিতি দেখে পুলিশ প্রশাসন ও ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতে ও হুগলি চুঁচুড়া পৌর এলাকার হুগলি মোড় থেকে ডানলপ বাজার ( কাটোয়া রেল গেট ) পর্যন্ত সমস্ত ব্যাবসায়ী সমিতি গুলিকে নিয়ে এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে একটি প্রশাসনিক সভা করা হয় । বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী সপ্তাহ থেকে প্রতি মঙ্গলবার পূর্ণ দিবস এবং প্রতি শনিবার অর্ধ দিবস হুগলি মোড় থেকে ডানলপ বাজার ( কাটোয়া রেল গেট ) পর্যন্ত জি. টি. রোড সংলগ্ন সমস্ত দোকান বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরী পরিষেবা চালু থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 − 1 =