বিচারের দাবিতে সরব হয়েছেন। বুকে যন্ত্রণা চেপে রেখেই শিরদাঁড়া শক্ত করে দাঁড়িয়েছেন। বিচারের আশায় ছুটে বেড়াচ্ছেন। এবার হারানোর যন্ত্রণা বুকে নিয়েই, বিচারের দাবিতে আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকার করলেন নিহত চিকিৎসের মা ও বাবা। আন্দোলনকারীদেরকেই এখন সন্তান হিসেবে দেখছে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখা দু’জোড়া চোখ।

ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে আমরা আছি। প্রয়োজন হলে এরপর আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেব। কারণ, আমরা বিচার চাই। চিকিৎসকের বাবা ও মায়ের দাবি নিরপেক্ষভাবে যাঁরা তাঁদের ডাকবেন, তাঁদের সঙ্গে গিয়েই তাঁরা আন্দোলন করবেন। শুধু মেয়ের বিচার চান তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 6 =