লিলুয়ার কোনাহাই রোডে CID নার্কোটিক বিভাগের আধিকারিকের জালে আন্তঃরাজ্য গাঁজা পাচারকারী গ্যাং।গোপনসূত্রে খবর পেয়ে আজ কোনাহাই রোডের ধারে একটি গোডাউনে লিলুয়া থানাকে সঙ্গে নিয়ে হানা দেয় CID।হাতে ধরা পরে এই গ্যাংটি।
এক দুষ্কৃতী পালিয়ে গোডাউনের পাশের একটি জলাশয়ে ঝাঁপ দেয়।সেখান থেকেই CID অফিসারেরা গোডাউনের মালিক ও ওড়িশার তিন বাসিন্দা কে গ্রেফতার করে। উদ্ধার হয় প্রায় সাড়ে ৬০০ কেজি গাঁজা। ওড়িশার গঞ্জাম জেলা থেকে আনা হতো গাঁজা, এখানেই প্যাকিং করে হাই ওয়েকে ব্যবাহার করে বিভিন্ন জেলায় ও রাজ্যে পৌঁছে যেত গাঁজা। ৮০ লক্ষ টাকা দিয়ে চক্রের পান্ডা বাবু পাল এই গোডাউন ও সংলগ্ন বাড়ি কিনেছিলো এই। গোডাউন থেকে দুটি বিলাসবহুল চার চাকা গাড়ি ও তিনটি বাইক উদ্ধার করে। উদ্ধার হয় গাঁজা মাপার যন্ত্র ও প্যাকেজিংএর সরঞ্জাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 4 =