।।জামাইষষ্ঠীর বাজারে এবার আগুন ছোঁয়ার দাম ইলিশের।।

।।জামাইষষ্ঠীর বাজারে এবার আগুন ছোঁয়ার দাম ইলিশের।।

আজ অর্থাৎ 16 ই জুন জামাইষষ্ঠী। তবে এবার মাথায় হাত পড়েছে মধ্যবিত্ত ঘরের শ্বশুরমশাই দের। যাঁরা ভেবেছিলেন যে জামাইকে খুব যত্ন করে ইলিশ মাছ খাওয়াবেন তাদের সেই ইচ্ছেয় এবার জল ঢেলে দিলো ইলিশের আকাশছোঁয়া দাম। ইলিশের প্রতি কেজির দাম দাম হাঁকা হচ্ছে ১৫০০ থেকে ১৮০০টাকা পর্যন্ত, তাও আবার টাটকা নয় কোল্ডস্টোরেজ করা মায়ানমারের ইলিশ। এইসব দেখেই কেউ কিনছেন পমফ্রেট কেউবা হয়তো ভেটকি, চিংড়ি। মাছ বিক্রেতারা জানাচ্ছেন, অন্যান্যবারে যেখানে বাজার ছেয়ে যেতো ইলিশ মাছে কিন্তু এই বছর দেখাই মিলছেনা রুপালি শস্যের। তারওপর তো রয়েছেই ১৪ ই জুন পর্যন্ত ইলিশ না ধরার বিধি নিষেধ। শুধুই কি ইলিশ? পমফ্রেট ৭০০-৮০০, ভেটকি ৬০০-৭০০, কাতলা ৪০০, পাবদা ৫৫০-৬০০। এবছর বাজার একেবারে আগুন। অপরদিকে ফলের বাজারে একই অবস্থা ।দুদিন আগে হিমসাগর এর দাম ছিল ৪০-৫০ টাকা কেজি এখন তা বেড়ে হয়েছে ৭০-৮০ টাকা কেজি। লিচু ২৫০-৩০০, টাকা কাঁঠাল ১০০ টাকা, আপেল ২০০ টাকা। অন্যদিকে দাম বেড়েছে সবজিরও। সব মিলিয়ে এই বছর মধ্যবিত্ত ঘরের শ্বশুরমশাই দের মাথায় হাত।
পাশাপাশি জামাইষষ্ঠী উপলক্ষে এইবছর চন্দননগরের সূর্য মোদক এক নতুন ধরনের সন্দেশ তৈরি করেছেন। সন্দেশের ওপর বউমাষষ্ঠী লেখা রয়েছে। জামাইষষ্ঠীর দিন বউমাদেরও সম্মান জানাতেই তাদের এই পরিকল্পনা বলেই জানিয়েছে দোকানের বিক্রেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − one =