।।বহরমপুর ষষ্ঠী মন্ডপে করোনা বিধি মেনে শুরু হল পুজো।।
বহরমপুরের বিভিন্ন এলাকায় মাস্ক পড়েই জোরকদমে চলছে ষষ্ঠীর পুজো। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টিও হচ্ছে। কিন্তু সবকিছু উপেক্ষা করে সকাল থেকেই ষষ্ঠী মণ্ডপে পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা। তবে করোনা সমস্ত বিধিনিষেধ মেনেই জামাই ষষ্ঠীর পূজো দিলেন শাশুড়ীসহ গৃহবধূরা। পাশাপাশি পুরোহিতকেও মাক্স পরে পুজো করতে দেখা গেল। করনার দ্বিতীয় ঢেউ অনেকটা নিয়ন্ত্রণ হলেও আনন্দের দিনে ঝুঁকি নিতে চাইছেন না বলেই মাক্স পড়ে মন্ত্র পাঠের সঙ্গে পুজো দিচ্ছেন বহরমপুর শহরের সচেতন মানুষ।