।সুন্দরবনের ভরা কটাল এর আগে নদী বাঁধের কাজ শুরু।।

।সুন্দরবনের ভরা কটাল এর আগে নদী বাঁধের কাজ শুরু।।

বসিরহাট মহাকুমার সুন্দরবন লাগোয়া ছটি ব্লক যশের তান্ডবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জে ইতিমধ্যে ৭৬২ কিলোমিটার নদী বাঁধা দেওয়া আছে এবং তার মধ্যে ১৫৩ কিলোমিটার আইলা ও কংক্রিটের বাধ দিয়ে তৈরি করা হয়েছে। বাকি কাঁচা বাধের মধ্যে প্রায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যশের তাণ্ডবে ।এগুলো বেশিরভাগই সন্দেশখালি হিঙ্গলগঞ্জ ব্লকে। আগামীকাল শুক্রবার ভরা কোটালের আগেই সেচ দপ্তরের ব্লক প্রশাসন নদী বাঁধের কাজ শুরু করে দিয়েছে । ইতিমধ্যে মিনাখা ব্লকের বিদ্যাধরী নদীতে প্রায় ২০০ ফুট নদীবাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে ।পাশাপাশি রায়মঙ্গল, বেতনী, ছোট কলাগাছি নদীগুলিতে প্রায় ১০০০ ফুট নদীর বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় প্রশাসন মাটির বস্তা, পলিথিন ,বাঁশ এবং সিমেন্টের বস্তা দিয়ে কাজ শুরু করে দিয়েছে। সব মিলিয়ে আগামীকাল ভরা কোটালে আবার বিপর্যয় আসার আগে প্রশাসন যে সতর্ক তারই ছবি ধরা পড়ল। ইতিমধ্যে নদী পথে ও স্থলপথে মাইকিং প্রচার শুরু করেছে প্রশাসন।মৎস্যজীবীদের সাগর ও নদীতে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − seven =