অকাল বন্যা এবং আবহাওয়ার সঙ্গে খাপ না খাওয়ায় চিপস কোম্পানির জন্য আলু চাষ করে ক্ষতির মুখে কৃষক।
মাস দুয়েক আগে উত্তরবঙ্গ জুড়ে দেখা দিয়েছিলো প্রাকৃতিক দুর্যোগ।প্লাবিত হয়ে ছিলো হেক্টরের পর হেক্টর কৃষি জমি।আবার তারই প্রভাব পরতে দেখা যাচ্ছে কৃষি বলয়ে।রংধমালি এলাকার কৃষক চিপস কোম্পানির জন্য আলু লাগিয়েছিলেন।তবে তিন মাস পরে আলু ক্ষেতের যা অবস্থা তাতে মাথায় হাত কৃষকের।এই আলু চাষীর কথায়, একদিকে যেমন আলুর বীজ এই আবহাওয়ার সঙ্গে খাপ খায়নি।তার পাশাপাশি বিগত দিনে অতি বৃষ্টিতে প্লাবিত হয়ে ছিলো আলু ক্ষেত।তারই ফলস্বরূপ একপ্রকার নিশ্চিত ক্ষতির মুখে দাঁড়িয়ে থেকেও পয়সা খরচ করে আলু ক্ষেতের পরিচর্চা করে যেতে হচ্ছে।
