অকৃতকার্য হওয়ায় বিক্ষোভ পড়ুয়াদের
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের। করোনা পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় নি , উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করেছে রাজ্য শিক্ষা দফতর। মাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ পাশের হার হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয় নি ,কৃতকার্যের শতাংশ ৯৭.৬৯ % । এই পরিস্থিতিতে স্কুলে স্কুলে শুরু হয়েছে পড়ুয়াদের বিক্ষোভ। সোমবার বাসন্তীর ঋতুভকত হাইস্কুলের পড়ুয়ারা বাসন্তী চুনা খালি রাস্তা দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখায়। গত শুক্রবার স্কুলের শিক্ষকদের স্কুলে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছিল এই পড়ুয়ারা।
এই স্কুলের মোট ১৩৫ জন পরীক্ষার্থীর ৫২ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। কম্পারট্মেন্টাল পেয়েছে ৩৪ জন। অকৃতকার্য হয়েছে ৫৯ জন। শুক্রবার স্কুলে এসে এই অকৃতকার্য হওয়া ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। কিন্তু ঘটনার পর তিনদিন কেটে গেলেও এখনো এই পড়ুয়াদের কৃতকার্য করানো হয়নি, তাই সোমবার সকাল থেকে রাস্তা অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেছে অকৃতকার্য হওয়া ছাত্র ছাত্রীরা।