অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় অবস্থান বিক্ষোভ, কংগ্রেসের

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় অবস্থান বিক্ষোভ, কংগ্রেসের

ভারত সরকারের জওয়ান নিয়োগের অগ্নিপথ প্রকল্প প্রত‍্যাহারের দাবিতে দেশজুড়ে চলেছে বিক্ষোভ, চলেছে সরকারি সম্পতি ভাঙচুর। যুবকদের আন্দোলোনের পর এবার বিক্ষোভের আঁচ পড়লো মালদা জেলার চাঁচলে। সোমবার সকালে চাঁচলের তরলতলায় নিজ দলীয় কার্যালয়ের ভূল ফটকে বিক্ষোভ অবস্থানে বসেন জাতীয় কংগ্রেস। ‘সত‍্যাগ্রহ’ আন্দোলন নামকরন দিয়ে সোচ্চার হয় কংগ্রেসের নেতা কর্মীরা।
এদিন সকাল থেকেই চাঁচল-১ নং ব্লক কংগ্রেসের কার্যালয়ে অবস্থানে বসেন। অবিলম্বে জওয়ানদের স্বার্থে এই অগ্নিপথ প্রকল্প প্রত‍্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে। এই দাবিতেই তারা দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখাতে থাকেন।
এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন চাঁচল-১ নং ব্লক কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কাজি আতাউর রহমান, চাঁচল-১ নং ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আঞ্জারুল হক সহ শতাধিক নেতা কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + twenty =