অগ্নিপথ প্রকল্পের বিরোধীতা করে কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলন।
কেন্দ্র সরকার অগ্নিপথ প্রকল্পের ঘোষণা পর থেকে দেশ জুড়ে বিরোধীদের কটাক্ষের মুখে সমালোচিত হয়েছে। এমনকী দেশের বেশ কিছু রাজ্যে ভয়াবাহ বিক্ষোভের মুখে পড়ে,অগ্নিগর্ভ পরিস্তিতি তৈরি হয় ট্রেন ও বিভিন্ন যানবাহন আগুন জালাতে দেখা গিয়েছিল বিক্ষোভকারিদের।
ভারতীয় কংগ্রেস জেলা জুড়ে এর প্রতিবাদ কর্মসূচী যারা নাম রেখেছে সত্যাগ্রহ আন্দলোন। এদিন বোলপুর শহর কংগ্রেস শহরের চৌমাথা মোড়ে কর্মসূচী করে।অগ্নিবীর অগ্নিপথ প্রকল্প নিয়ে অসুবিধার কারণগুলো বক্তব্যে তুলে ধরে। একই সঙ্গে কেন্দ্র সরকার এই প্রকল্পের জন্য ভারতীয় সেনা জওয়ান ভবিষ্যত অন্ধকারে দিকে ঠেলে দিচ্ছে ,দেশের নিরাপত্তা বলয় ভেঙে ফেলার পরিকল্পনা করছে।