অজানা জ্বরের থাবা এবার দুর্গাপুরে।

অজানা জ্বরের থাবা এবার দুর্গাপুরে।

দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি ৪২ জন শিশু।বিশেষ টিম তৈরী করে চিকিৎসা শুরু হাসপাতালে ।দুর্গাপুর মহকুমা জুড়ে ৪২জন শিশু অজানা জ্বরে আক্রান্ত।দিন কয়েকের ব্যাবধানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জ্বর,সর্দি, কাশী আর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সরকারী হাসপাতালে ভর্তি হয়েছে শিশুরা ,এদের মধ্যে এক শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।দুর্গাপুর মহকুমা হাসপাতালের শিশু বিভাগে ৫৫টি বেড রয়েছে এর মধ্যে ৪২টি বেডেই জ্বর সর্দি কাশী ও শ্বাসকষ্টজনিত সমস্যার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে শিশুরা।এর মধ্যে আড়াই মাসের এক শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল জানিয়েছেন,শিশুরা ভাইরাল ফিভার নিয়েই ভর্তি হয়েছে,তবুও কোনোরকম ঝুঁকি নিতে চাইছেন না তারা,আর একসাথে ৪২ জন শিশুর জ্বর সর্দি কাশি বিশেষত শ্বাসকষ্টজনিত সমস্যাটা বেশ চিন্তার বিষয়,শিশু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সাথে অন্যান্য বিভাগের চিকিৎসকদের নিয়ে বিশেষ টিম তৈরী করে নজর রাখা হচ্ছে শিশুদের ওপর।এখনি আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে আশ্বস্থ করেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল জানিয়েছেন পরিস্থিতির ওপর নজর রাখছে বিশেষজ্ঞ এই টিম।অন্যদিকে চিকিৎসকরা জানাচ্ছেন আতঙ্কিত না হয়ে আগে শিশুর মা বাবা আরো সচেতন হোক,বিশেষত মায়েরা,কারণ মায়ের সাথে সদ্যোজাতরা বেশিক্ষন থাকছে,যেকোনোরকম সমস্যা হলে অহেতুক আতঙ্কিত না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।এইদিকে থার্ড ওয়েভের আতঙ্কে অসুস্থ শিশুর অভিবাবকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 5 =