অজয় নদে প্লাবিত এলাকা, বিপন্নদের পাশে বাংলা পক্ষ।
ইতিমধ্যেই লাগাতার বৃষ্টিতে পাশাপাশি গঙ্গার জলস্তর বাড়ায় প্লাবিত রাজ্যের একাধিক এলাকা।অজয় নদের জলে প্লাবিত অজয় তীরবর্তী কেতুগ্রাম বিধানসভার চরখি গ্রাম।বানভাসি প্রায় শতাধিক।এই সমস্ত বানভাসিদের পাশে দাঁড়ালো পূর্ব বর্ধমানের বাংলা পক্ষ।ত্রিপল, কিছু অত্যাবশ্যকীয় খাদ্য দ্রব্য, শিশু খাদ্য ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হলো অজয় তীরবর্তী কেতুগ্রাম বিধানসভার চরখি গ্রামবাসীদের হাতে।উপস্থিত ছিলেন কেতুগ্রাম ও কাটোয়ার সহযোদ্ধারাও।