অটো ও টোটো চালকের বচসার জেরে অবরোধ
যাত্রী তোলাকে কেন্দ্র করে অটো ও টোটো চালকদের মধ্যে গন্ডগোল মেদিনীপুর শহরে। প্রতিবাদে মেদিনীপুর শহরের প্রবেশ পথে ধর্মা এলাকায় অবরোধ করে ক্ষুব্ধ টোটো চালকরা। উত্তেজিত টোটো চালক দের তুলতে এসে পুলিশের সঙ্গে বচসায় জড়ান টোটো চালকরা। ছত্রভঙ্গ করে কয়েকজনকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ।শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের প্রবেশ পথ ধর্মা এলাকাতে। টোটো চালক দের অভিযোগ “বাস থেকে নামার পর যাত্রীদের নিয়ে বের হলেই অটো চালকরা রাস্তায় টোটো আটকে সেখান থেকে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। টোটোর ওপর হামলা করছে অটো চালকরা। টোটো চালক দেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ।এই অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয় মেদিনীপুর শহরের প্রবেশ পথে রাজ্য সড়কের ওপর। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে কতোয়ালী থানার পুলিশ। পুলিশের সাথেও শুরু হয় বচসা। অবশেষে অবরোধ ছত্রভঙ্গ করে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজন অবরোধকারীকে।এই ঘটনায় অটোচালকদের পাল্টা দাবি “প্রশাসনের নিয়ম মেনে আমরা নির্দিষ্ট স্ট্যান্ডে অপেক্ষা করি। কিন্তু টোটো চালকরা আমাদের স্ট্যান্ড উপেক্ষা করে এগিয়ে গিয়ে যাত্রীদের তুলে নেয়। ফলে আমরা নিয়ম মেনে স্ট্যান্ডে বসে থাকলে যাত্রী পাচ্ছি না। প্রশাসন এটার ব্যবস্থা করুক। না হলে আমরা পরিবহন দপ্তরের যে ট্যাক্স ও রেজিস্ট্রেশন ফি দিই সেই সব ফেরত দিক সরকার”।