অটো রুট উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি,গাড়ি ভাঙচুর।

অটো রুট উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি,গাড়ি ভাঙচুর।

অটো রুট উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের শ্রমিক নেতা।তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলার আই এন টি টি ইউ সি এর সভাপতি কৌশিক দত্ত।এদিন ওই নেতা একটি অটো রুটের উদ্বোধন করতে হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের হাবাসপুর পালপাড়া এলাকায় যান।সেখানে গিয়ে তিনি বিক্ষোভের মুখে পড়েন।ওই গ্রামের বাসিন্দারা যারা অটোচালক এবং যারা দীর্ঘদিন ধরে অটো রুট চালু করার দাবি করলেও সেই রুট এখনো পর্যন্ত চালু না হওয়ায় ক্ষোভে ফুঁসছিলেন ঐ অটোচালকরা।এদিন ওই নেতা হাবাসপুর পালপাড়া যাওয়া মাত্রই তার গাড়ির উপরে চড়াও হয় গ্রামের ওই অটো চালকরা।ভাঙচুর করা হয় তার গাড়ি। এমনকি তাকে ধাক্কাও দেওয়া হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। তার মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এরকম দিনে দুপুরে হঠাৎ করে তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি আক্রান্ত হওয়ায় গোষ্ঠী কোন্দলই প্রকাশ্যে আসছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − one =